বরগুনায় বিএনপির সদর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম (রাফিন) বরগুনা :
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, একটি সুন্দর জেলা কমিটি গঠনের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে সদস্য সংগ্রহ করে প্রথমে ওয়ার্ড কমিটির সম্মেলন হবে পর্যায়ক্রমে ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি ও জেলা কমিটির সম্মেলন করা হবে। তবে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের কোন ক্রমেই দলে রাখা যাবে না।
কর্মী সভায় অতিথিবৃন্দের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ শ্রম বিষয়ক সম্পাদক, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ জেট এম সালেহ ফারুক, সাবেক সহ সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজবুল কবির,হুমায়ূন হাসান শাহীন, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড আব্দুল ওয়াসী মতিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তালিমুল ইসলাম পলাশ। সভায় সঞ্চালনা করেন বিএনপি সদর উপজেলা শাখার সদস্য সচিব আবদুল হক হাওলাদার।
আপনার মতামত লিখুন