খুঁজুন
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ, ১৪৩২

ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তানভীর গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:২২ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা তানভীর গ্রেফতার

 

বরগুনা প্রতিনিধিঃ
সারাদেশে চলমান ডেভিল হান্টের অভিযানে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অ্যাড. তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুর অনুমান ৩.৩০ মিনিটের দিকে সদর উপজেলার মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, মনসাতলী গ্রামের একটি বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গত ২৯ মার্চ শনিবার পলাতক স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবী করে আওয়ামীলীগের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ জাতীয় রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় সরাসরি সম্পৃক্ত ছিল তানভীর আহমেদ সিদ্দিকী।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকীকে দুপুর সাড়ে তিনটার দিকে থানা পুলিশের একটি টিম গ্রেফাতর করে। বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Pakistan’s Mohammad Ayat wins award as youngest scientist

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
Pakistan’s Mohammad Ayat wins award as youngest scientist

Special Correspondent:
On April 12, the Asian Excellence Achievers Award 2025 ceremony was held at Hotel Thamel Park Auditorium in Kathmandu, the capital of Nepal, in a joint effort of the South Asian Business Partnership and the Asian Business Partnership Summit. Awards were given to 32 distinguished individuals from Afghanistan, Bangladesh, India, Nepal, Bhutan, Pakistan, Maldives and Sri Lanka for their special contributions to society in various fields. Pakistan’s Mohammad Ayat was awarded as the youngest scientist.

At the ceremony, Asian Business Partnership Summit Executive Director The event was chaired by Golam Farooq Majnu and was attended by the Honorable Minister for Forest and Environment, Government of Nepal, Ayan Bahadur Shahi as the chief guest, the Honorable Minister for Home and Law Affairs, Government of Nepal, Mr. Suraj Chand Lamichhane as the special guest, Rashtriya Prajatantra Party Central Leader Shanti Shaista MP, Tanjin Bhutia MP, Club Fifty Chairman Dr. Ankur B. Karki. Zee Bangla Presenter Dr. Mou Bhattacharya and Nipa Akhtar moderated the welcome speech by Jyoti Karki on behalf of Nepal.

President Md. Golam Farooq Majnu said that Nepal and Bangladesh have been maintaining friendly relations for a long time and emphasized on the long-term plans for the economic, tourism and commercial development of the two countries by further strengthening this cordial relationship. He also said that more work needs to be done to improve mutual relations between the countries of South Asia. At the event, various luminaries including Mohammad Ayat from Pakistan were praised and awarded, and after the discussion, a delightful cultural program was held with artists from Nepal.

বরগুনায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
বরগুনায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে দক্ষিণ মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ওই পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করা।

আহত ওই পরীক্ষার্থী হলেন, দক্ষিণ মালিপাড়া গ্রামের আব্দুল মালেক মুসল্লির ছেলে মোঃ ফরহাদ হোসেন তাওহীদ। তিনি তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

হামলাকারীরা হলেন, মোঃ বাদল , মোঃ সোহেল, মোঃ হাফিজুর, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ সোবাহান সহ আরো চার থেকে পাঁচজন। এদের সকলের বাড়ি মালিপাড়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ফরহাদ হোসেন তাওহীদকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে অভিযুক্তরা। গতকাল রাত নয়টার দিকে ওই এসএসসি পরীক্ষার্থীকে মারাত্মক যখম করে বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।

অভিযুক্ত মোহাম্মদ বাদল হোসেন বলেন, ওরা তিন চার জন মাদক সেবন করে মাতলামি করছিল। আমরা বাঁধা দিতে গেলে ওরা আমাদের হামলা করে। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে ফরহাদ মাথায় সামান্য আঘাত পেয়েছে। পরবর্তীতে ওকে তালতলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে আমরা ওর চিকিৎসার খরচ দিয়েছি।

এ বিষয়ে আহত পরীক্ষার্থীর বড় ভাই সাগর মুসল্লী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওরা আমার ছোট ভাইকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে মারাত্মক যখম করেছে। তালতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অনিশ্চিত হয়ে পড়েছে আমার ভাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বলেন, মালিপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর করার খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় বিএনপির সদর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
বরগুনায় বিএনপির সদর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম (রাফিন) বরগুনা :

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক  কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও  সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, একটি সুন্দর জেলা কমিটি গঠনের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে সদস্য সংগ্রহ করে প্রথমে ওয়ার্ড কমিটির সম্মেলন হবে পর্যায়ক্রমে  ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি ও জেলা কমিটির সম্মেলন করা হবে। তবে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের কোন ক্রমেই দলে রাখা যাবে না।

কর্মী সভায় অতিথিবৃন্দের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ শ্রম বিষয়ক সম্পাদক, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সিনিয়র  সহ সভাপতি এ জেট এম সালেহ ফারুক, সাবেক সহ সভাপতি   ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজবুল কবির,হুমায়ূন হাসান শাহীন, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড আব্দুল ওয়াসী মতিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সভায় সভাপতিত্ব করেন সদর  উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তালিমুল ইসলাম পলাশ। সভায় সঞ্চালনা করেন বিএনপি সদর  উপজেলা শাখার সদস্য সচিব  আবদুল হক হাওলাদার।