খুঁজুন
মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ, ১৪৩২

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ইসলামী সংগঠনগুলো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল- “অস্ত্র ধরো, অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন কর”, “ইসরাইলি পণ্য বয়কট করো”, “ট্রাম্পের দুই গালে জুতা মারো, তালে তালে”।

বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় শুরু হয় এবং বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা সদরঘাট জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বরগুনা ইসলামিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন।

এছাড়া, জোহরের নামাজের পর ইসলামী তৌহিদি জনতা এক বিক্ষোভ মিছিল করে। আসর নামাজের পর জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।