খুঁজুন
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ, ১৪৩২

বরগুনায় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:১১ অপরাহ্ণ
বরগুনায় ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি গ্রেফতার

বরগুনা প্রতিনিধিঃ
সারাদেশে চলমান ডেভিল হান্টের অভিযানে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ গাজীকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাত অনুমান ১০টার দিকে বরগুনা পৌর শহরের টাউন হল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি লাকুরতলা মহাসড়ক এলাকার মতিয়ার রহমান গাজীর ছেলে।
পুলিশ জানায়, টাউন হল এলাকায় তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে (মামলা নং ৬-০৪/০২/২০২৫) একটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার এস আই দিপন টিকাদারের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ফরিদ গাজীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। রাত ১০টার দিকে পুলিশের একটি টিম টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফাতর করে।

বরগুনায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
বরগুনায় এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা, পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলীতে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রবিবার রাত ৯ টার দিকে দক্ষিণ মালিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ওই পরীক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করা।

আহত ওই পরীক্ষার্থী হলেন, দক্ষিণ মালিপাড়া গ্রামের আব্দুল মালেক মুসল্লির ছেলে মোঃ ফরহাদ হোসেন তাওহীদ। তিনি তালতলী বন্দর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী।

হামলাকারীরা হলেন, মোঃ বাদল , মোঃ সোহেল, মোঃ হাফিজুর, মোহাম্মদ ইব্রাহিম, মোঃ সোবাহান সহ আরো চার থেকে পাঁচজন। এদের সকলের বাড়ি মালিপাড়া গ্রামে।

খোঁজ নিয়ে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মোঃ ফরহাদ হোসেন তাওহীদকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে অভিযুক্তরা। গতকাল রাত নয়টার দিকে ওই এসএসসি পরীক্ষার্থীকে মারাত্মক যখম করে বাড়ির সামনের সড়কে ফেলে রেখে যায় হামলাকারীরা। পরবর্তীতে তার স্বজনরা খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে ওই শিক্ষার্থীর পরবর্তী পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে।

অভিযুক্ত মোহাম্মদ বাদল হোসেন বলেন, ওরা তিন চার জন মাদক সেবন করে মাতলামি করছিল। আমরা বাঁধা দিতে গেলে ওরা আমাদের হামলা করে। এতে দুই পক্ষের ধস্তাধস্তিতে ফরহাদ মাথায় সামান্য আঘাত পেয়েছে। পরবর্তীতে ওকে তালতলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে আমরা ওর চিকিৎসার খরচ দিয়েছি।

এ বিষয়ে আহত পরীক্ষার্থীর বড় ভাই সাগর মুসল্লী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ওরা আমার ছোট ভাইকে হাতুড়ি, লোহার রড ও ইট দিয়ে পিটিয়ে মারাত্মক যখম করেছে। তালতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। অনিশ্চিত হয়ে পড়েছে আমার ভাইয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল বলেন, মালিপাড়া এলাকায় এসএসসি পরীক্ষার্থীকে মারধর করার খবর পেয়েছি। তবে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বরগুনায় বিএনপির সদর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ণ
বরগুনায় বিএনপির সদর উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম (রাফিন) বরগুনা :

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক  কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও  সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, একটি সুন্দর জেলা কমিটি গঠনের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে সদস্য সংগ্রহ করে প্রথমে ওয়ার্ড কমিটির সম্মেলন হবে পর্যায়ক্রমে  ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি ও জেলা কমিটির সম্মেলন করা হবে। তবে আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের কোন ক্রমেই দলে রাখা যাবে না।

কর্মী সভায় অতিথিবৃন্দের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ শ্রম বিষয়ক সম্পাদক, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সিনিয়র  সহ সভাপতি এ জেট এম সালেহ ফারুক, সাবেক সহ সভাপতি   ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজবুল কবির,হুমায়ূন হাসান শাহীন, সদর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড আব্দুল ওয়াসী মতিন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

সভায় সভাপতিত্ব করেন সদর  উপজেলা বিএনপির আহবায়ক মোঃ তালিমুল ইসলাম পলাশ। সভায় সঞ্চালনা করেন বিএনপি সদর  উপজেলা শাখার সদস্য সচিব  আবদুল হক হাওলাদার।

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১১:১০ অপরাহ্ণ
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি:

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে ইসলামী সংগঠনগুলো এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে স্লোগান ছিল- “অস্ত্র ধরো, অস্ত্র ধরো, ফিলিস্তিন স্বাধীন কর”, “ইসরাইলি পণ্য বয়কট করো”, “ট্রাম্পের দুই গালে জুতা মারো, তালে তালে”।

বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় শুরু হয় এবং বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা সদরঘাট জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বরগুনা ইসলামিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরাইলের বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন।

এছাড়া, জোহরের নামাজের পর ইসলামী তৌহিদি জনতা এক বিক্ষোভ মিছিল করে। আসর নামাজের পর জামায়াতে ইসলামী বাংলাদেশ বরগুনা জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।