
ঘাটাইল (টাঙ্গাইল )প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান ।
কপোত এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ ন ম বজলুর রহীম রিপন এর সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য নাজমুল হাসান সোহাগ এর সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডা, কামরুল হাসান খান, অবসরপ্রাপ্ত প্রধান কৃষিতক্তবিদ ডা,আবুল হাসেম,সিলেট শিল্পাঞ্চল এর পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, ঘাটাইল মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, টাঙ্গাইল সরকারি বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আ ন ম বজলুর রহমান বাহাদুর, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেপলু, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের সাবেক স্টোর অফিসার নাজিম উদ্দিন, আব্দুর রহিম সিদ্দিকী কমল, ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব আকন্দ, হুমায়ূন কবির হিমেল প্রমুখ।
১৯৬৯ সাল থেকে অদ্যাবধি প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করেন।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে। আজ সারাদিনব্যাপী নিবন্ধনকৃত শিক্ষার্থীদের নিয়ে মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।