ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম মসজিদে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০০ জনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করেছে।
রোববার (২৮ মার্চ) পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করেছে। মামলার নং ৫৭। এই মামলায় ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।