তিন দিনের রিমান্ড শেষে সমালোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় বুধবার (১১ আগস্ট)। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার মাদক মামলায় ৫ দিন ও গুলশান থানার মাদক মামলায় আরও ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।
এদিকে রিমান্ড শুনানি শেষে আদালতের হাজত খানায় নেওয়ার পথে পিয়াসা বলেছেন, ‘জামান ও জামানের বউকে খোঁজেন। ওই প্রস্টিটিউটকে খুঁজে বের করেন।’ তার এ কথা শুনে উপস্থিত সাংবাদিকরা পিয়াসার কাছে জানতে চান কে এই জামান? কিন্তু এর কোনো উত্তর দেননি তিনি। বারবার জামান ও তার স্ত্রীকে খোঁজে বের করতে বলেন পিয়াসা।
এর আগে গুলশান ও ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসার রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।