করোনার প্রকোপ রুখতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের পর থেকে ট্রেন চলাচলের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।বুধবার (২৮ জুলাই) রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ৬ আগস্ট থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঈদুল আজহা উপলক্ষে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ (লকডাউন) শিথিলের পর গত ২৩ জুলাই ভোর ৬টা থেকে সারা দেশে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন শুরু হয়।লকডাউনে বাস-লঞ্চের মতো ট্রেন চলাচলও বন্ধ ঘোষণা করা হয়।
কঠোর লকডাউনে মানুষের চলাচলা নিয়ন্ত্রণসহ ২৩টি বিধি-নিষেধ আরোপ করে সরকার। যার মধ্যে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধসহ সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে শপিংমল/মার্কেটসহ সব দোকানপাট। এছাড়া সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র, সব ধরনের শিল্প-কলকারখানা এবং জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক [বিবাহোত্তর অনুষ্ঠান (ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি], রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান বন্ধ থাকবে।