সাইফুল ইসলাম রাফিন, বরগুনা:
বরগুনায় রাস্তায় ঘুরে ঘুরে অসহায়, ছিন্নমুলদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা গোলাম রাসূল খোকন। খোকন বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক। শনিবার (২২ মার্চ) বিকালে ইফতার বিতরণ করেন তিনি।
জানা যায়, বিকাল থেকেই গৌরিচন্না ইউনিয়নের মহাসড়ক এলাকা থেকে রাস্তায় ঘুরে ঘুরে প্রতিবন্ধী, দরিদ্র অসহায়ের মাঝে ইফতার বিতরণ শুরু করেন তিনি। পরে পৌরশহরের টাউনহল,মাছ বাজার, পৌর মার্কেটসহ বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করা হয়।
হতদরিদ্ররা জানান, আমরা সমাজের বঞ্চিত। কেউ আমাদের খোঁজ নেয়না৷ আজ ছাত্রদল আমাদের কাছে এসে ইফতার দিয়ে গেছে। এতে আমরা অনেক খুশি। তার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি।
বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাসূল খোকন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলো। দল সবসময় আমাদের নেতাকর্মীদের অসহায়দের পাশে থাকার নির্দেশ দিয়ে আসছে৷ তাই আমি আমার সাধ্য মত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন— জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিঠু খান, কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সুজন মৃধা, জেলা ছাত্রদলের কর্মী আব্দুর রহিম হৃদয়, সরোয়ার সানি, মো. রনি, ইমন জোমাদ্দার, মো. মিলন আফনান, আরিয়ান আরিফ, মো. রাব্বি প্রমুখ।