নিজস্ব প্রতিবেদক, বরগুনা:
বরগুনায় কু-প্রস্তাবে রাজি না হওয়া এক তরুণী ও তার মা এবং ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত বৃদ্ধের নাম ইউনুস প্যাদা (৫২), তিনি বরগুনা সদর উপজেলায় ঢলুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লতা বাড়িয়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী তরুনীর নাম মোসা: তানিয়া (২৫), তিনি একই এলাকার মৃত পনু মোল্লার মেয়ে। এঘটনায় বরগুনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুনী তানিয়ার বাড়ি ও ইউনুস প্যাদার বাড়ি পাশাপাশি। অভিযুক্ত ইউনুস অনেক আগে থেকেই তানিয়াকে নানানভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এরপর গত ২২ মার্চ দুপুরে ইউনুসের বাড়ির সামনে থেকে যাওয়ার সময় তানিয়াকে দেখে অশালীন কথা বলতে থাকে ইউনুস ও তার স্ত্রী। এসময় তানিয়া অভিযুক্তকে বিষয়টা জিজ্ঞেস করলে এক পর্যায়ে বাকবিতন্ডা হয়। এ পর্যায়ে তানিয়ার ছেলে জুনায়েদ হোসেনকে (৪) গাছের সাথে ধাক্কা মেরে আহত করে ইউনুস ও তার স্ত্রী সোনাভানু।
এসময় তানিয়ার মা হেলেনা বেগম, ভাই সাদ্দাম মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায়।
ভুক্তভোগী তরুনী তানিয়া বলেন, ইউনুস প্যাদা আমাকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমি রাজি না হওয়ায় আমাকে নিয়ে তিনি নানান খারাপ কথা বলাবলি করতো এলাকায়। ওইদিন আমাকে আমার মা ও ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ইউনুস ও তার স্ত্রী। আমার ও মায়ের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।