বরগুনা প্রতিনিধিঃ সারাদেশে চলমান ডেভিল হান্টের অভিযানে বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ মনিরুল ইসলাম মনিরকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) রাত অনুমান ৮টার দিকে সদর উপজেলার মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, মনসাতলী গ্রামের একটি বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সন্ধ্যার পরে পুলিশের একটি টিম মনসাতলী গ্রামের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।