০৩:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটে আর ব্যাটসম্যান বলা যাবে না

  • Golam Faruk
  • প্রকাশিত: ০৮:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • 64

এখন থেকে আর ক্রিকেটারদের ‘ব্যাটসম্যান’ বলা যাবে না। বলতে হবে ‘ব্যাটার’। অর্থাৎ ক্রিকেটে বহুল প্রচলিত এই শব্দটি আর থাকছে না। ক্রিকেটের পরিভাষায় নারী-পুরুষের ভেদাভেদ দূর করায় বড় এক পদক্ষেপ নিল মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আইন সংশোধন করে এই সিদ্ধান্ত নিল ক্রিকেটের আইনকানুনের এই অভিভাবক সংস্থাটি।

এতদিন পুরুষদের ক্ষেত্রে ব্যাটসম্যান ও নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো ব্যাটার। এমসিসি কমিটির অনুমোদন হয়ে যাওয়ায় এখন থেকে উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হবে ব্যাটার।

বিবৃতিতে বুধবার এমসিসি জানায়, খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই সংশোধনী। এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেন, সময়ের ডাক শুনেই তাদের এই সিদ্ধান্ত।

‘এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।’

‘এই সমন্বয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এটাই উপযুক্ত সময় এবং আইনের অভিভাবক হিসেবে এই পরিবর্তনগুলি ঘোষণা করতে পেরে আজ আমরা উচ্ছ্বসিত।’ ২০১৭ সালে আইসিসি ও মেয়েদের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর মেয়েদের ক্রিকেটেও ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল এমসিসি। এখন দুই ক্ষেত্রে থাকবে একই পরিভাষা।

বিষয় :
প্রতিবেদক সম্পর্কে বিস্তারিত তথ্য

Golam Faruk

জনপ্রিয়

আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত।

ক্রিকেটে আর ব্যাটসম্যান বলা যাবে না

প্রকাশিত: ০৮:০৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

এখন থেকে আর ক্রিকেটারদের ‘ব্যাটসম্যান’ বলা যাবে না। বলতে হবে ‘ব্যাটার’। অর্থাৎ ক্রিকেটে বহুল প্রচলিত এই শব্দটি আর থাকছে না। ক্রিকেটের পরিভাষায় নারী-পুরুষের ভেদাভেদ দূর করায় বড় এক পদক্ষেপ নিল মেরিলেবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আইন সংশোধন করে এই সিদ্ধান্ত নিল ক্রিকেটের আইনকানুনের এই অভিভাবক সংস্থাটি।

এতদিন পুরুষদের ক্ষেত্রে ব্যাটসম্যান ও নারীদের ক্ষেত্রে ব্যবহার করা হতো ব্যাটার। এমসিসি কমিটির অনুমোদন হয়ে যাওয়ায় এখন থেকে উভয় ক্ষেত্রেই ব্যবহার করা হবে ব্যাটার।

বিবৃতিতে বুধবার এমসিসি জানায়, খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই সংশোধনী। এমসিসির ক্রিকেট ও অপারেশন্স বিষয়ক সহকারী সচিব জেমি কক্স বলেন, সময়ের ডাক শুনেই তাদের এই সিদ্ধান্ত।

‘এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।’

‘এই সমন্বয়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার এটাই উপযুক্ত সময় এবং আইনের অভিভাবক হিসেবে এই পরিবর্তনগুলি ঘোষণা করতে পেরে আজ আমরা উচ্ছ্বসিত।’ ২০১৭ সালে আইসিসি ও মেয়েদের ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর মেয়েদের ক্রিকেটেও ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল এমসিসি। এখন দুই ক্ষেত্রে থাকবে একই পরিভাষা।