ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিজ জিততে বাংলাদেশকে টপকাতে হবে বিশাল লক্ষ্য

  • Golam Faruk
  • প্রকাশিত: ০৬:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • 45

সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। মারুমানি, মাধেবেরে, চাকাভার পর শেষ দিকে বার্লের টর্নেডোতে ভর করে নির্ধারিত ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান।

সিরিজ জিততে বাংলাদেশকে টপকাতে হবে এই বিশাল লক্ষ্য। শেষ দিকে বার্লের তিন চার ও দুই ছক্কায় ১৫ বলে ৩১ রানের ইনিংস দুইশর কাছে সংগ্রহ নিয়ে যায় সিকান্দার রাজার দল।

ফিফটির পর বেশি দূর এগোতে পারলেন না ওয়েসলি মাধেভেরে। তার উইকেটটি তুলে নেন সাকিব। এক প্রান্তে সঙ্গীদের হারালেও অবিচল ছিলেন ওয়েসলি মাধেভেরে। সৌম্যর বলে বাউন্ডারিতে ফিফটিতে পা রাখলেন স্রেফ ৩১ বলেই।

টি-টোয়েন্টিতে তার চতুর্থ ও টানা দ্বিতীয় ফিফটি এটি। আগের ম্যাচে তিনি খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। চাকাভাকে ফেরানোর পর ওই ওভারেই বাংলাদেশকে আরেকটি উইকেট এনে দিলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বোল্ড শূন্য রানেই। ৬ ছক্কায় চাকাভা করেন ২২ বলে ৪৮ রান।

মারুমানি আউট হলেও জিম্বাবুয়ে ৯.৩ ওভারেই ছুঁয়ে ফেলে ১০০ রান। পাওয়ার প্লে শেষ বলে বাংলাদেশকে স্বস্তি দিয়ে প্রথম উইকেট এনে দেন মোহাম্মদ সাইফ উদ্দিন। বাজে শটে বোল্ড হয়ে ফিরলেন টাডিওয়ানাশে মারুমানি। ২০ বলে ২৭ রানে ফিরলেন মারুমানি।

বিষয় :
প্রতিবেদক সম্পর্কে বিস্তারিত তথ্য

Golam Faruk

জনপ্রিয়

সিরিজ জিততে বাংলাদেশকে টপকাতে হবে বিশাল লক্ষ্য

প্রকাশিত: ০৬:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১

সিরিজ নির্ধারণী ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। মারুমানি, মাধেবেরে, চাকাভার পর শেষ দিকে বার্লের টর্নেডোতে ভর করে নির্ধারিত ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান।

সিরিজ জিততে বাংলাদেশকে টপকাতে হবে এই বিশাল লক্ষ্য। শেষ দিকে বার্লের তিন চার ও দুই ছক্কায় ১৫ বলে ৩১ রানের ইনিংস দুইশর কাছে সংগ্রহ নিয়ে যায় সিকান্দার রাজার দল।

ফিফটির পর বেশি দূর এগোতে পারলেন না ওয়েসলি মাধেভেরে। তার উইকেটটি তুলে নেন সাকিব। এক প্রান্তে সঙ্গীদের হারালেও অবিচল ছিলেন ওয়েসলি মাধেভেরে। সৌম্যর বলে বাউন্ডারিতে ফিফটিতে পা রাখলেন স্রেফ ৩১ বলেই।

টি-টোয়েন্টিতে তার চতুর্থ ও টানা দ্বিতীয় ফিফটি এটি। আগের ম্যাচে তিনি খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। চাকাভাকে ফেরানোর পর ওই ওভারেই বাংলাদেশকে আরেকটি উইকেট এনে দিলেন সৌম্য সরকার। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বোল্ড শূন্য রানেই। ৬ ছক্কায় চাকাভা করেন ২২ বলে ৪৮ রান।

মারুমানি আউট হলেও জিম্বাবুয়ে ৯.৩ ওভারেই ছুঁয়ে ফেলে ১০০ রান। পাওয়ার প্লে শেষ বলে বাংলাদেশকে স্বস্তি দিয়ে প্রথম উইকেট এনে দেন মোহাম্মদ সাইফ উদ্দিন। বাজে শটে বোল্ড হয়ে ফিরলেন টাডিওয়ানাশে মারুমানি। ২০ বলে ২৭ রানে ফিরলেন মারুমানি।