ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

কাল থেকে শিথিল হচ্ছে লকডাউন, যা বললেন সেনাপ্রধান

  • Golam Faruk
  • প্রকাশিত: ০৪:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • 37

আজ রাতেই শেষ হচ্ছে কঠোর লকডাউন। আগামীকাল (১১ আগস্ট) থেকে লকডাউনে শিথিলতা এনে চলবে গণপরিবহন। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। এসময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলাচল করতে হবে সবাইকে। এবিষয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে

তিনি বলেন, করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতি বিবেচনায় সরকার যদি আবারও কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকেন তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে।

এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জিওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয় :
প্রতিবেদক সম্পর্কে বিস্তারিত তথ্য

Golam Faruk

জনপ্রিয়

কাল থেকে শিথিল হচ্ছে লকডাউন, যা বললেন সেনাপ্রধান

প্রকাশিত: ০৪:৫৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

আজ রাতেই শেষ হচ্ছে কঠোর লকডাউন। আগামীকাল (১১ আগস্ট) থেকে লকডাউনে শিথিলতা এনে চলবে গণপরিবহন। খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। এসময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলাচল করতে হবে সবাইকে। এবিষয়ে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করেছে

তিনি বলেন, করোনা পরিস্থিতি এখন উন্নতির দিকে। পরিস্থিতি বিবেচনায় সরকার যদি আবারও কঠোর লকডাউন ঘোষণা করে তাহলে সেনাবাহিনীর পেট্রোল কার্যক্রমও পুনর্বিন্যাস করা হবে। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অপারেশন কোভিড শিল্ড টহল কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, যদি সমন্বয় না থাকতো তাহলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। সবাই এক সঙ্গে কাজ করলে এবং জনগণ যদি সচেতন থাকেন তাহলে পরিস্থিতি দিন দিন উন্নতি হবে।

এ সময় ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, বঙ্গবন্ধু সেনানিবাস ক্যান্টনমেন্টের জিওসি বিগ্রেডিয়ার জেনারেল এসএম আসাদুল হক, টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।