ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

রিমান্ড শেষে আদালতে পরীমণি, পুনরায় রিমান্ডের ব্যাপারে যা জানা গেল

  • Golam Faruk
  • প্রকাশিত: ১২:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • 27

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আজ শুক্রবার (১৩ আগস্ট) ১১টা ৪০ মিনিটে দুদিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, পরীমণিকে নতুন করে রিমান্ডে নিতে আবেদন করবে না বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থা সিআইডি। গত ৪ঠা আগস্ট বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা দায়ের করে র‌্যাব। গত ১০ই আগস্ট পরীমনি ও দীপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। এর আগে গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

এর আগে, মঙ্গলবার (১০ আগস্ট) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয় :
প্রতিবেদক সম্পর্কে বিস্তারিত তথ্য

Golam Faruk

জনপ্রিয়

রিমান্ড শেষে আদালতে পরীমণি, পুনরায় রিমান্ডের ব্যাপারে যা জানা গেল

প্রকাশিত: ১২:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আজ শুক্রবার (১৩ আগস্ট) ১১টা ৪০ মিনিটে দুদিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, পরীমণিকে নতুন করে রিমান্ডে নিতে আবেদন করবে না বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থা সিআইডি। গত ৪ঠা আগস্ট বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদকসহ একাধিক মামলা দায়ের করে র‌্যাব। গত ১০ই আগস্ট পরীমনি ও দীপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। এর আগে গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

এর আগে, মঙ্গলবার (১০ আগস্ট) চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।